সিনিয়র স্টেশন অফিসার আমজাদ সাহেব হঠাৎ কেনই-বা হারিয়ে গেলেন তার অতীতে! অগ্নিযোদ্ধা হওয়ার মানেই কি তবে অনুশোচনা? মস্তিষ্কের বিভ্রাট এড়িয়ে নিজের দায়িত্ব কি পালন করতে পারবেন তিনি, নাকি আর্লি রিটায়ার্ড অফিসার কৃশানুর মতো তিনিও হারিয়ে যাবেন এক অন্ধকার জীবনে? যে কৃশানু স্যারের হাত ধরে তিনি হয়ে ওঠেন অগ্নিযোদ্ধা, জীবন সায়াহ্নে তিনি কি তাঁকে আগুনের হাত থেকে বাঁচাতে পারবেন?