ফ্ল্যাপের কিছু কথাঃ জ্যোতির্ময় সেন নব্বই দশকের একজন শীর্ষসারির ছড়াকার। কবি ও গীতিকার হিসেবেও তিনি পরিচিতি। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি ছড়া-কবিতার বই প্রকাশিত হয়েছে। ‘আগে গেলে বাঘে খায়’ বইটির মাধ্যমে জ্যোতির্ময় সেন শিশু-কিশোরদের সামনে একজন গল্পকার হিসেবে আত্নপ্রকাশ করলেন।এই বইটিতে মানুষ,পশু, পাখি, সাপ, ভূত-প্রেত প্রভৃতি প্রকৃতির বিচিত্র বিষয় নিয়ে নয়টি গল্প সাজানো হয়েছে। এর প্রতিটি গল্পই শিশু কিশোর উপযোগী ও সুখপাঠ্য। সাবলীল,গতিশীল ও স্বচ্ছ কথোপকথনের মধ্য দিয়ে জ্যোতির্ময় সেন গল্পের সুন্দর আবহ তৈরি করেছেন। গল্পকার গল্পের স্থান, কাল ও ঐক্য মেনে ব্যঞ্জনাত্নক সূচনা থেকে গল্পের জাল বুনেছেন। রম্য-রসিকতার মাধ্যমে জ্যোতির্ময় সেন রহস্যময়তা, পরাবাস্তবতা, জীবন ঘনিষ্ঠতা, কল্পবিলাসের মতো নানা মাত্রিক বিষয়সমূহ সহজ-সরল ভাষায় ফুটিয়ে তুলেছেন।
‘আগে গেলে বাঘে খায়’ বইটি পড়লে কোমলমতি শিশু-কিশোর সহ যে কোনো পাঠক-পাঠিকার অন্তরতম প্রদেশ আনন্দে উদ্বেলিত হবে বলে আমারা বিশ্বাস করি।