দ্য সিটাফোর্ড মিস্ট্রি: ডার্টমুরের প্রত্যন্ত গাঁয়ে একটি টেবিল ঘিরে বসেছে ছয়জন মানুষ। খেলছে টেবিল টার্নিং—আত্মা হাজির করার খেলা। আত্মা এলো…আর ঘোষণা করল: ‘ক্যাপ্টেন ট্রেভেলিয়ান…মারা গেছে…খুন।’
এ কি কোনো কালোজাদু? নাকি স্রেফ নির্মম রসিকতা? জানার একমাত্র উপায় ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের খোঁজ বের করা। কিন্তু কপাল খারাপ, তার বাড়ি ছয় মাইল দূরে। আর রাস্তা ডুবে গেছে বরফে। যেতে হবে পায়ে হেঁটে… এই বৈরী পরিবেশেই ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের খোঁজ নিতে রওনা হলেন বন্ধু মেজর বার্নাবি। গিয়ে দেখলেন…সত্যি হয়েছে আত্মার ঘোষণা!
মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস: কুউউ ঝিকঝিক... ছুটছে ওরিয়েন্ট এক্সপ্রেস, বগিবোঝাই যাত্রী নিয়ে। যাবে কয়েক দেশের বুক চিরে।
সহসা শুরু হলো তুষারপাত। তাতে থামিয়ে দিতে হলো ট্রেন। আশপাশে নেই কোনো বসতি, নেই কোনো শহর। কয়েকদিনের জন্য বন্দি হয়ে পড়ল সবাই। যেন বিচ্ছিন্ন কোনো দ্বীপে আটকা পড়েছে ট্রেনভরতি মানুষ।
এর মাঝে সহসাই খুন হয়ে গেল ট্রেনের এক যাত্রী। ট্রেনে আছেন দুঁদে গোয়েন্দা এরকুল পোয়ারোও। কাজেই, অবধারিতভাবে, রহস্য সমাধানের দায়িত্ব বর্তাল পোয়ারোর কাঁধে। ট্রেনের বগিভরতি সন্দেহভাজন। মর্মান্তিক এক অতীত। ধন্ধে পড়ে গেলেন পোয়ারো। এত এত মানুষের মাঝে খুনি কে?
পার্কার পাইন ইনভেস্টিগেটস:
১. দ্য কেস অভ দ্য মিডল এজড ওয়াইফ
২. দ্য কেস অভ দ্য ডিসকনটেনটেড সোলজার
৩. দ্য কেস অভ দ্য ডিস্ট্রেসড লেডি
৪. দ্য কেস অভ দ্য ডিসকনটেন্টেড হাজবেন্ড
৫. দ্য কেস অভ দ্য আইটি ক্লার্ক
৬. দ্য কেস অভ দ্য রিচ ওম্যান
৭. হ্যাভ ইউ গট এভরিথিং ইউ ওয়ান্ট?
৮. দ্য গেট অভ বাগদাদ
৯. দ্য হাউজ অ্যাট সিরাজ
১০. দ্য পার্ল অভ প্রাইস
১১. ডেথ অন দ্য নাইল
১২. দ্য ওরাকল অ্যাট ডেলফি
আগাথা ক্রিস্টি
জন্মঃ ১৮৯০ সাল, ১০ সেপ্টেম্বর। স্কুল জীবন শুরু হয়েছিল দেরিতে, ১৩ বছর বয়সে। লেখালেখি শুরু করেছিলেন ২০ বছর বয়সে। সৃষ্টি করেছিলেন গােয়েন্দা এরকুল পােয়ারাে ও মিস মারপলকে। তাঁর রচনাগুলির মধ্যে ধারালাে বুদ্ধির সঙ্গে মিশে আছে নিবিড় মমতা, সুচারু চরিত্র বিশ্লেষণ ও মানব জীবনের ট্রাজিক নিয়তি। ক্রিস্টি বেঁচে থাকলে তার বয়স হত১২৪। এই সংকলনে ক্রিস্টির সেরা ৭টি রহস্যকাহিনি উপস্থিত। লেখনীর মুন্সিয়ানা, বিচিত্র চরিত্র চিত্রণ ও রহস্যের গােলকধাঁধা পাঠককে অভিভূত করবে।