উত্তেজনায় টান টান এ উপন্যাসে কাদারে জোরের সাথে স্বৈরতান্ত্রিক শাসনের মুখোশ খুলে দেওয়ার প্রচেষ্টায় পাঠককে নিয়ে যান পশ্চিমা সভ্যতা ও স্বেচ্ছাচারের গোড়ায়। হতাশ প্রেমিকের একদিনের বেদনা-জড়ানো জীবনের এক অনবদ্য কারুশিল্প এই কাহিনি। চেতনাস্রোতের মনস্তাত্ত্বিক চড়াই-উতরাই অনুসরণ করতে করতে পাঠক ক্রমশ টের পান স্বৈরশাসনের চূড়ান্ত নিষ্ঠুরতা কীভাবে ব্যক্তি হৃদয়ের বিষয়-আশয়েও নিজেকে প্রকাশ করতে পারে। নামহীন নায়ক উপলব্ধি করেন অ্যাগামেমননের কন্যা ইফিজেনিয়ার আত্মোৎসর্গ যেমন নয় বছর দীর্ঘ রক্তক্ষয়ী ট্রোজান যুদ্ধের জন্ম দিয়েছিল, তেমনি সুজানার বিসর্জনের মধ্যদিয়ে খুলে যাবে নির্যাতন আর শুদ্ধি অভিযানের এক প্লাবন, যার তোড় থেকে কেউ রক্ষা পাবে না।