২০২০ সালে প্রকাশিত আবদুলরাজাক গুরনাহ’র সর্বশেষ উপন্যাস ‘আফটারলাইভস’ (উত্তরজীবন) ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
এ উপন্যাসের একটি চরিত্র হামজা দুঃস্বপ্ন দেখতে দেখতে ফুঁপিয়ে ওঠে এই বলে-“এত চিৎকার, এত আর্তনাদ, এত রক্তক্ষরণ!” এই শব্দগুচ্ছ যেন দীর্ঘকাল ঔপনিবেশিক শাসনে থাকা আফ্রিকা মহাদেশের পরাধীন জনসত্তার করম্নণ প্রতিচ্ছবি।
উপনিবেশ-পূর্ব, ঔপনিবেশিক ও উত্তর-উপনিবেশ- তিন প্রজন্মের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘আফটারলাইভস’। গুরনাহ এ উপন্যাসে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন কীভাবে পরাধীনতার অবসান হলেও ঔপনিবেশিক শাসনের অপচ্ছায়া প্রলম্বিত হয়ে থাকে। সাম্রাজ্যবাদী শাসকরা চলে গেলেও থেকে যায় ‘চিৎকার, আর্তনাদ ও রক্তপাত’।