এই বইতে হারুকি মুরাকামির ছয়টি গল্প সন্নিবেশিত হয়েছে ১৯৯৫ সালে কোবেতে সর্বনাশা ভূমিকম্প আর সে সময়টার স্মৃতিচারণায় যখন জাপান তার দৈনন্দিন অস্তিত্বের ভঙ্গুরতা সম্পর্কে ভয়ঙ্কর রকমের সচেতন ছিল। কিন্তু মুরাকামির চরিত্রগুলোকে যেসব বিপর্যয়সমূহ দগ্ধ করেছিল, সেগুলো আরো গভীর এবং আরো রহস্যময়, আর এমন একটা জায়গা থেকে উদ্ভূত হয়েছে যেখানটায় মানুষের সাক্ষাৎ হয় অমানুষের সাথে।
ইলেকট্রনিক্স দোকানের এক সেলসম্যান যে কিনা আচমকাই পরিত্যাগ হয়েছে তার স্ত্রী দ্বারা একটা বিভ্রান্তিকর প্যাকেট ডেলিভারির কাজে রাজি হয়ে যায়-এবং পুরস্কৃত হয় তার প্রকৃত সত্ত্বার আবছা আভাসে।
একজন নিঃস্ব শিল্পী এবং একজন অন্তঃসারশূন্য তরুণী আগুনের উপস্থিতিতে নিজেদের ভেতরের নিঃসঙ্গতা আর একাকীত্বকে খুঁজে ফিরে নিজের কাছ থেকে বাঁচতে।
একটা ছেলে যে নিজেকে ঈশ্বরের সন্তান হিসেবে বেড়ে উঠতে দেখেছে একজন অপরিচিত লোকের পিছু নেয় যিনি তার মানব পিতা হতেও পারেন আবার নাও হতে পারেন।
একজন প্যাথোলজিস্ট যে কিনা তেত্রিশ বছর যাবত এক লোকের মৃত্যু কামনায় ভূমিকম্পের প্রার্থনা করে; অন্যদিকে তার গাইড কাম ড্রাইভার নিমিত যে কিনা তেত্রিশ বছর ধরে নিজের মনিবের ভালোবাসায় বেঁচে আছে।
নরম-স্বভাববিশিষ্ট একজন কালেকশন এজেন্টের সাক্ষাৎ হয় দৈত্যাকৃতির কথাবলা ব্যাঙের সাথে যে টোকিওকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে তার সাহায্য চায়।
জুনপেই একজন গল্প লেখক। ভালোবাসত সায়োকোকে কিন্তু বলতে পারেনি কখনো। বন্ধু তাকাতসুকি, সায়োকো এবং তাদের সন্তান সালাকে নিয়েই ব্যস্ত জীবন তার। তাকাতসুকি সায়োকোকে ছেঁড়ে দেয় কিন্তু জুনপেইকে রেখে যায়।
হারুকি মুরাকামি
সমসাময়িক পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় লেখকদের মধ্যে অন্যতম হারুকি মুরাকামির জন্ম ১২ জানুয়ারি, ১৯৪৯, জাপানের কিয়ােটো শহরে। বর্তমানে টোকিওতে বসবাসরত এই লেখক এ পর্যন্ত লিখেছেন তেরােটি উপন্যাস এবং চারটি গল্পগ্রন্থ, যেগুলাে অনূদিত হয়েছে। পঞ্চাশটিরও অধিক ভাষায়। তার রচিত কথাসাহিত্য তাকে জাপান ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমালােচকদের প্রশংসা ও অনেক পুরস্কার এনে দিয়েছে। এইসকল পুরস্কারের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড (২০০৬), ফ্রাংক ও’কনার আন্তর্জাতিক ছােটগল্প পুরস্কার অপরদিকে তার সমস্ত শিল্পসম্ভারের জন্য ফ্রানৎস কাফকা পুরস্কার (২০০৬) এবং জেরুজালেম পুরস্কার (২০০৯) অন্যতম।
দি গার্ডিয়েনের স্টিভেন পুল সাহিত্যকর্মের জন্য হারুকি মুরাকামিকে পৃথিবীর জীবিত সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম বলে আখ্যা দেন।
তিনি গত এক দশকে কয়েকবার সাহিত্যে নােবেল পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছেন।