ভূমিকা বর্তমানে আমাদের সরকার স্বণির্ভর কর্মসূচি প্রণয়নের মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানের চেষ্টা করছে। কৃষিভিত্তিক স্বনির্ভর প্রকল্প তার অন্যতম।
অনেক আগে থেকেই পশুপালন মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাধারণভাবে গ্রামের মানুষেরা যেভাবে পশুপালন করেন, তার সামান্য পরিবর্তন করলেই কিছুটা বৈজ্ঞানিক প্রথা অবলম্বন করা হয়। বসতবাড়ির আশেপাশে ছোটো জায়গাতে ছাগল চাষ করা যেতে পারে। এর মাধ্যমে গ্রামাঞ্চলের বেকার ছেলেরা উপার্জন করতে পারে।
এই বইটি হচ্ছে জীবিকা ও পেশাবিষয়ক। বর্তমানে চাকুরির সুযোগ সীমিত হওয়ায় বেকার যুবক-যুবতীরাও অনেকেই এটিকে স্বনির্ভর পেশা হিসাবে গ্রহণ করতে পারেন। এর জন্য দরকার উন্নত জাতের ছাগল, সুষম খাদ্য ও বিজ্ঞানসম্মত পালন পদ্ধতির অনুসরণ। সেই কথা মনে রেখেই এই পুস্তক রচনায় ব্রতী হয়েছি। যাতে করে সমাজের দরিদ্র, নিপীড়িত ও বেকার ভাইবোনেরা কিছুটা উপকৃত হবে।
পুস্তকটি রচনার জন্য যাদের পরামর্শ পেয়েছি তাদের সকলের সহযোগীতাই আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি এবং পরবর্তীকালে বইটিকে মনোগ্রাহী ও উপযোগী করে তোলার জন্য পাঠকদের কাছ থেকে মূল্যবান পরামর্শের আশা রাখছি।
ড. মোঃ আখতার হোসেন চৌধুরী সূচিপত্র * প্রথম অধ্যায় : ছাগল পালনের প্রাথমিক দিক * দ্বিতীয় অধ্যায় : ছাগল পালন পদ্ধতি * তৃতীয় অধ্যায়: ছাগলের বিভিন্ন প্রজাতি( different breeds goat) * চতুর্থ অধ্যায় : ভালো ছাগীর লক্ষণ * পঞ্চম অধ্যায় : প্রজনন ও ছাগ শিশুর যত্ন ও পরিচর্যা * ষষ্ঠ অধ্যায়: ছাগলের খাদ্য ( Feeding of Goats) * সপ্তম অধ্যায়: পশু চারণ ভূমি ( Pastures) * অষ্টম অধ্যায়: ছাগলের বাসস্থান(Housing if Gots) * নবম অধ্যায়: খরগোশ পালন পদ্ধতি * দশম অধ্যায় : পালনের উপযোগী বিভিন্ন শ্রেণীর খরগোশ * একাদশ অধ্যায় : খরগোশের বাসস্থান ও পরিবেশ * দ্বাদশ অধ্যায়: ছাগলের রোগ ও তার চিকিৎসা