প্রিয় পাঠক! যুগে যুগে অকুতোভয় ও দুঃসাহসিক ভূমিকায় পদার্পণ করেছেন বহু বরেণ্য পুরুষ ও মনীষীগণ। তাঁরা নিজেদের সুকৌশল, অদম্য সাহস ও প্রভুভক্তির মাধ্যমে অর্জন করেছেন আকাশচুম্বী খ্যাতি ও সাফল্য। তাঁরা ছিলেন নিঃশঙ্ক অসমসাহসীর বাস্তব প্রতিচ্ছবি। রাসূল-প্রেমে নিবেদিত ও প্রভু-প্রেমে মাতোয়ারা ঈমানি চেতনায় উজ্জীবিত কিছু তাজা প্রাণ। মহাসত্যের রশ্মি মেখে বুকের তাজা খুনে পৃথিবীবাসীর জন্য তৈরি করে গেছেন সফলতার রাজপথ। বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে, ক্ষণস্থায়ী এই ধরণির মোহমায়া ত্যাগ করে, অম্লান বদনে গ্রহণ করে নিয়েছেন শানিত তরবারির নিষ্ঠুর আঘাত ও তীক্ষ্ণধার তীরের বিষাক্ত ছোবল! বিশ্বজগতের অধিপতি মহান রব তাঁদের মাধ্যমে দীনের ফাটল মেরামত করেছেন। তাঁদের হাতেই মুসলমানদের বিশৃঙ্খলার নিষ্পত্তি ঘটেছে। মহাসত্যের আলো বিচ্ছুরিত হয়েছে। বাতিলের অগ্নিশিখা নির্বাপিত হয়েছে। আজ তাঁদের কায়া নেই, আছে শুধু মানবতার প্রদীপ্ত রশ্মি, যা প্রতিটি মুমিনের অন্তরে প্রতিনিয়ত জ্বলে ওঠে। কৃষ্ণ হৃদয়ে আলোকের আভা ফুটিয়ে তুলে। মৃত হৃদয়ে প্রাণোচ্ছলতা সঞ্চার করে।