লেখক পরিচিতি লেখক, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ও অনুবাদক। বর্তমানে অনুবাদ কর্মই তাঁর একমাত্র পেশা এবং উপন্যাস রচনায়ও মনোনিবেশ করেছেন। মানবসভ্যতার অগ্রগতির ধারায় ধর্মগ্রন্থগুলি কোন শ্রেণীর রচনা এবং ধর্মগ্রন্থের চরিত্রগুলির সময় চিহ্নিতকরণ ও তাদের সমাজবাস্তবতাকে তুলে ধরাই এই গ্রন্থের উদ্দেশ্য। গ্রন্থে একাধিকবার বিভিন্ন প্রসঙ্গের পুনরুল্লেখ ঘটেছে। এই পুনরুল্লেখ অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হলেও অধিকাংশ পাঠকের সুবিধার জন্যে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সবগুলি সম্ভাবনাকে যাচাইয়ের প্রয়োজনেই একাধিকবার একাধিক বিষয় উল্লেখিত হয়েছে। পাঠককে মনে রাখতে হবে আমরা মূলত সত্যের কাছাকাছি পৌঁছতে চাই। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানের বিরোধিতা করা এই গ্রন্থের উদ্দেশ্য নয়। প্রাপ্ততথ্য পর্যালোচনার মাধ্যমে সর্বজনগ্রাহ্য যৌক্তিক অনুমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা রয়েছে এই রচনায়, যা গ্রহণযোগ্য তত্ত্ব ও যথাযথ তথ্যের ভিত্তিতেই শুধুমাত্র খণ্ডনযোগ্য। তবে যারা বিশ্বাস করে, আদম আকাশ থেকে লাফিয়ে পড়েছেন এই গ্রন্থ তাদের জন্য নয়। যাঁরা বিজ্ঞানমনস্ক, আধুনিক মানুষ, যাঁদের মস্তিস্কের দরজা-জানালাগুলি খোলা রয়েছেন একমাত্র তাদেরকেই আনন্দ দেবে এই গ্রন্থ।