গেরুয়া বসনে সে অনুকৃতিসে বাধ্য করায় হাড় খেতেভিন্নমুখ রসে শাঁখের করাত হতে হয়দীর্ঘদিন শর্করা রোগীর অতৃপ্তিতে সেতুবন্ধ বানিয়েছিএখন কাঠপুতলিরা পেরেকের মার খেতে শিখেছেকপালে খোদাই টিপগলার মাৎসর্যভঙ্গে ঘরে কেউকেটাপুরুষের বাড়ি মেসোপটেমিয়ানীল নদ, একজোড়া চুমু, আর জমি নিয়েবিবাহ হয় বেলে মাটিতেওরা আমাদের কাঠপুতলি বলেপতিত বা আবাদ যাই হই -
মোহাম্মদ সা’দাত আলী
Overall Ratings (0)