বাংলা কবিতার ঐতিহ্য নেহাৎ কম সময়ের নয়, কিন্তু উনিশ শতকে এসে কবিতা পেয়েছে তার যৌবন। বাংলা কবিতার যৌবনকে তুলে ধরা হয় একটি মলাটে, স্থান দেওয়া হয়েছে শতাব্দির উল্লেখযোগ্য কবিতাগুলো; সেগুলো নির্ণীয় করেছে বাংলা কবিতার সুকান্ত প্রান্তর।
সায়ীদ আবুবকর
Overall Ratings (0)