সাবলেট বাসা হলেও শান্তি আছে এখানে। মাঝারি আকারের একটা রুম, এটাচড বাথরুম, বেশি বড় না হলেও সুন্দর একটা বারান্দা আছে। বারান্দা দিয়ে ওয়াশিত্ব টাওয়ার স্পষ্ট দেখা যায়। ওয়াশিত্ব টাওয়ারের নিচ তলায় একটা রেস্টুরেন্ট আছে। রংধনু নাম, খুব বেশি বড় না। তবে খাবার ভালো। রাসেল এখানে আসার পর দুইবার নিয়ে গেছিলো। আমাদের বিয়ের দুই মাস পার হয়েছে। এখনো আমি সহজ হতে পারিনি। যতবারই সে আমার কাছে আসে ততবারই আমার দম আটকে আসার উপক্রম হয়। বিশ্রী একটা গন্ধ নাকে আসে। মনে হয় এখনই আমাকে মেরে ফেলবে ও। কিন্তু ও তা করে না। বরংচ কপালে চুমু দিয়ে বলে, " এখন ঘুমাও। "
আমার কেন এমন মনে হয়? আমার চারপাশে আমি শুধু অন্ধকারই দেখি। এই অন্ধকার ভেদ করে আলোর রেখা কি আসবে না? নাকি আজীবন এমন অন্ধকারে কাটিয়ে দিব?
আমি কেন এই আঁধার থেকে মুক্তি পাবো না?