সার-সংক্ষেপ বাংলা কবিতা মাত্র গত দেড়শো বছরে বৈশ্বিক কবিতার প্রভাব নেয়া শিখে যতটা ফলন দেখিয়েছে, তা ভাবতে গেলে স্তম্ভিত হতে হয়। বলা চলে পুরো বিশ শতক জুড়ে বাঙালির সবচেয়ে বেশি প্রতিভা দেখিয়েছে তার কবিতায়, যা তার হাজার বছর কবিতা চর্চার ধারাবাহিকতা নয় বরং ঐতিহ্যের সঙ্গে হঠাৎ করেই সম্পর্ক ছিন্ন করা এ এক পাগলা ঘোড়া। দূরন্ত এই ঘোড়ার পিঠে যারা লাগাম-হাতে চেপে বসেছেন, আবুল হাসানকে বলা যায় তাদেরই একজন। শ্রেষ্ঠ কবিতার এই গ্রন্থে ৪৬টি কবিতা নেয়া হয়েছে।