ফ্ল্যাপের কিছু কথাঃ অকাল প্রয়াত মাটিলগ্ন কবি আবুল হাসান নিজ কাব্যকুশলতায় স্বতন্ত্র ও ভাস্বর। জীবনানন্দের পরে এমন করে প্রকতিকে অনুভব ও চিত্রকল্প নির্মাণে বাংলা সাহিত্যে আর খুব কম কবি দক্ষতার পরিচয় দিতে পেরেছেন।তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার কবিখ্যাতি যে আন্তর্জাতিক হয়ে উঠতো সে সম্ভাবনা তার জীবিত অবস্থায় প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থের মধ্যে দেখিয়েছেন। বিনয় মজুমদারের মতো আরেক কবিতাশহীদ আবুল হাসানের এ অপ্রকাশিত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপিতে পাওয়া যাবে ছিন্নভিন্ন জীবনের গন্ধ, সময়ের আর্তি।