মোমের মতো কোমল ছিল তাঁর স্বভাব। মাখনের মতো স্নিগ্ধ ছিল তাঁর চরিত্র। রেশমের মতো পেলব ছিল তাঁর আচরণ। হীরের চেয়েও কমনীয় ছিল তাঁর ব্যক্তিসত্তা। এককথায় দুনিয়ার তাবৎ গুণের সমাহার ঘটেছিল তাঁর সত্তায়। স্বভাব-কোমল সেই তিনিই প্রয়োজনে হয়ে যেতেন ইস্পাতকঠিন। যে দুঃসময়ে বাঘা বাঘা বীরদেরও পা টলে যেত, তখন তাঁর পা থাকত স্থির। স্বভাবে নম্র হলেও ভীতু ছিলেন না; ছিলেন দুঃসাহসী বীর ও কুশলী সমরনায়ক। তাঁর কুশলী যুদ্ধ-পরিকল্পনার সামনে কিসরা ও কায়সারকে মাথা নিচু করতে হয়েছিল।
তাঁর আত্মবিশ্বাস ছিল আকাশছোঁয়া। দৃষ্টি ছিল ইগলের মতো তীক্ষ্ণ। উদারতা ছিল প্রশান্ত মহাসাগরের চেয়ে প্রশস্ত। প্রজ্ঞা ছিল আটলান্টিক মহাসাগরের চেয়ে গভীর। সংকল্পে ছিল হিমালয়ের উচ্চতা ও দৃঢ়তা। মর্যাদায় ছিলেন নবিদের পর শ্রেষ্ঠ মানব। ছিলেন রাসুলের আজীবন ছায়াসঙ্গী। তাঁর গুহা-দিনের সাথি। আল্লাহর ভাষায় তিনি দুইয়ের দ্বিতীয়জন—তিনি হচ্ছেন নবিজির শ্বশুর, হুমায়রা-আয়েশার পিতা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রা.।
আসুন, তাঁর সিরাত-সমুদ্রে ডুব দিই। কুড়িয়ে আনি মণিমাণিক্য। তাঁর সিরাতের আলোয় সাজিয়ে তুলি আপন আপন জীবন।
ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
ড. আলী মুহাম্মাদ সাল্লাবী ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাযি শহরে জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন। পরে ১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |
তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসিদ্ধ সীরাত লেখক। তার লিখিত খুলাফায়ে রাশেদীন। এবং সালাহউদ্দিন রহ.-এর জীবনী ইংরেজিতে অনূদিত হয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিসিং হাউস (IIPH) থেকে ছাপানাে হয়েছে। কিতাবগুলাের বাংলা অনুবাদ ছাপানাের ব্যাপারে IIPH-এর সঙ্গে মাকতাবাতুল ফুরকান চুক্তিবদ্ধ । শীঘই সবগুলাে কিতাব এদেশের পাঠকের নিকট পৌছবে, ইনশাআল্লাহ।