আপনার কথা কতটা শুদ্ধ! আবৃত্তি করতে গেলেই বুঝবেন। কিন্তু আপনি নিজেই এক্ষেত্রে নিজেকে তৈরি করে নিতে পারেন। বাসায় বসেই শিখতে পারেন শুদ্ধ উচ্চারণ। আর আবৃত্তির ক্লাস দেবে আপনাকে সেই সহায়তা। বইটিতে সহজভাবে শুদ্ধ উচ্চারণের পন্থাগুলো দেওয়া আছে। এখন শুধু আপনাকে চর্চা করলেই হয়।