ফ্ল্যাপের কিছু কথাঃ এখন এই সমাজকে নিয়ে আর কিছুই করার নেই, কেবল বিদ্রূপ করা ছাড়া। আনিসুল হক তাই করে আসছেন, সমাজের নানা অসংগতি নিয়ে চলেছেন গদ্যকার্টুনে। সহজাত রসবোধ তাঁর যে কোনো লেখাকেই করে তোলে উপভোগ্য। গত এক বছরে রচিত গদ্যকার্টুন এবং অন্যান্য রম্যরচনা একত্রিত করে এই বই। ফেসবুকের ছায়াবন্ধু আর বাস্তবের কায়াবন্ধুকে নিয়ে অপূর্ব একটা রচনা যেমন থাকল এই সংকলনে, তেমনি তাঁর পিতা ও কন্যাকে নিয়ে রচিত একটা ছোখভেজানো রচনাও গ্রন্থভুক্ত হলো। ফুটবলের জাদুকর মেসির সঙ্গে দেখা হওয়ার গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। এই বইটি কেবল কৌতুকের বই নয়, সমাজ ও সময় নিয়ে লেখকের ভাবনারও প্রতিফলন।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।