কৌতূহল হলো জীবনযাপনের মসলা। প্রাকৃতিক রহস্য উদ্ঘাটনে কৌতূহলী বিজ্ঞানীরা যেভাবে কাজ করেন, তাকে তুলনা করা চলে গোয়েন্দাদের কাজের সঙ্গে। একটা ঘটনা ঘিরে যে রহস্য দানা বেঁধে ওঠে, তা নিবিড় পর্যবেক্ষণ, যুক্তির অস্ত্র আর ক্ষুরধার মগজ ব্যবহার করেই একে একে ব্যাখ্যা করেন গোয়েন্দা। পুরো ব্যাপারটাই রোমাঞ্চকর। বিজ্ঞানীরাও গোয়েন্দাদের মতো প্রায় একইভাবে কাজ করেন। একই রোমাঞ্চ কাজ করে বিজ্ঞানীদের কাজের পদ্ধতি ও আবিষ্কারের সময়টুকুতেও।
এভাবেই যুগে যুগে প্রাকৃতিক রহস্য উদ্ঘাটন করে আসছেন বিজ্ঞানীরা। কিন্তু এসবের বেশির ভাগই আমাদের অজানা। এ বইয়ে তেমন কিছু আবিষ্কারের কাহিনি এবং কয়েকজন বিজ্ঞানীর কার্যপদ্ধতি ও চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিজ্ঞানী মেরি কুরি ও পিয়ের কুরি, কার্ল শোয়ার্জশিল্ড, আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, আলবার্ট আইনস্টাইনসহ আরও কয়েকজন। তাঁদের আবিষ্কার ও সেগুলোর পেছনের রোমাঞ্চকর আখ্যান এ বই।
আবুল বাসার (সাংবাদিক)
আবুল বাসার (সাংবাদিক)
আবুল বাসার পেশায় সাংবাদিক। শুধু বিজ্ঞান নয়, শিশু-কিশোর লেখক ও অনুবাদক হিসেবে ইতিমধ্যেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তুমুল জনপ্রিয় কিশোর আলোর সম্পাদনা বিভাগে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে দেশের প্রধান বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত। পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এরপর দেশের স্বনামধন্য গণমাধ্যমে নিষ্ঠার সাথে কাজ করেছেন। ভালোবাসেন বই পড়তে, আড্ডা দিতে, গান শুনতে। প্রকৃতি আর ইতিহাসেও দারুণ আগ্রহ। স্ত্রী শারমীন আফরোজ আর একমাত্র সন্তান নীলকে নিয়ে তাঁর সংসার।