ভালো এবং মন্দ এ দ্বন্দ্ব যেন অনন্ত। কারো ভালো থাকাটাই পছন্দ, কেউ মন্দ হতেই অন্ধ। কারো বিবেকের দ্বার বন্ধ. কারো বিবেক চায় ছন্দময় আনন্দ। আমাদের মনে রাখা প্রয়োজন, দেখার চোখই শুধু চোখ নয়। বিবেকেরও চোখ আছে। কিন্তু আমরা অনেকেই চোখ থাকতেও অন্ধ। দেখার চোখ খোলা থাকলেও বিবেকের চোখ যদি বন্ধ থাকে তখনই প্রশ্ন আসে চোখ থাকিতে অন্ধ কেন?