জন্মঃ নাটোর জেলার সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে নানাবাড়িতে ১৯৬১ সালের ১ আগস্ট। পৈত্রিক বাড়িও একই গ্রামে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগত জীবনের শুরু ইংরেজি পত্রিকায়। তারপর বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে বর্তমানে গণগ্রন্থাগার অধিদপ্তরে স্থিত হয়েছেন। ছাত্রজীবন হতেই পরিবেশ, ইতিহাস, গ্রন্থ, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা বিষয়ে কৌতূহলী ছিলেন। লিখেছেন নিরলসভাবে অনুসন্ধানী রচনা। সাধারণ সাহিত্য ধারার বাইরে এসেও তিনি এ সকল বিষয়ভিত্তিক লেখায় পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তিনি এ যাবৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক সেমিনার সিম্পােজিয়ামে অংশগ্রহণ এবং গবেষণার কাজে একাধিকবার বিদেশে ভ্রমণ করেছেন।
Title :
Abbreviation, Acronmys, Symbols & Units for Environment science