ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে আদব খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা শৈশবের শুরু থেকেই সন্তানদের আদব শিক্ষাদানে সচেষ্ট থাকি। কিন্তু সন্তানরা যদি নিজেরই বিভিন্ন আদব শিখে নেয় তাহলে কেমন হয়? আদব সিরিজে আমরা এমন কতগুলো গল্পই লিপিবদ্ধ করেছি যা পড়ে শিশুরা নিজেরাই আদব-শিষ্টাচার শিখে নেবে।