Summary of the Book The best of times, the worst of times, the age of wisdom, the age of foolishness, the epoch of belief, the epoch of incredulity, the season of Light, the season of Darkness, the spring of hope, the winter of despair, having everything, yet nothing, leading to heaven, yet leading to the other way, the time of the French Revolution was all this and more. In this setting Dickens begins his most famous work, telling the story of the French peasantry demoralised by the French aristocracy in the years leading up to the revolution. Principally the story of Sidney Carton and Lucie Manette, this book follows them and the villainous Madame Defarge to tell a story of darkness, love, forgiveness, revenge and self-sacrifice.
About Charles Dickens Charles Dickens was an English novelist, short story writer and social critic. He is best remembered for his prolific writing, and especially the novels: David Copperfield, A Christmas Carol and The Pickwick Papers. Considered the literary juggernaut of his age, Dickens constantly portrayed the poor and orphaned in his novels and stories, and touched upon the poor living situations which were rampant in those days.
চার্লস ডিকেন্স
চার্লস ডিকেন্স। চার্লস জন হাফ্যাম ডিকেন্স (ইংরেজি: Charles John Huffam Dickens; জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২। মৃত্যু : ৯ জুন ১৮৭০। তিনি ছিলেন উনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ঔপন্যাসিক। তাকে ভিক্টোরিয়ান যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক হিসেবে মনে করা হয়। ডিকেন্স জীবদ্দশাতেই তার পূর্বসূরি লেখকদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মৃত্যুর পরও তার জনপ্রিয়তা অক্ষুন্ন থাকে। তার প্রধান কারণ হচ্ছে, ডিকেন্স ইংরেজি সাহিত্যে প্রবাদপ্রতিম বেশ কয়েকটি উপন্যাস ও চরিত্র সৃষ্টি করেছিলেন। তার অধিকাংশ রচনাই পত্র-পত্রিকায় মাসিক কিস্তিতে প্রকাশিত হত। এই পদ্ধতিতে রচনাপ্রকাশকে জনপ্রিয় করে তােলার পিছনেও ডিকেন্সের কিছু অবদান আছে। অন্যান্য লেখকগণ ধারাবাহিক কিস্তি প্রকাশের আগেই উপন্যাস শেষ করতেন কিন্তু ডিকেন্স কিস্তি প্রকাশের সঙ্গে সঙ্গে পরবর্তী অধ্যায়গুলাে রচনা করে যেতেন। এই পদ্ধতিতে উপন্যাস রচনার ফলে তার উপন্যাসগুলাের গল্পে একটি বিশেষ ছন্দ দেখা যেত। অধ্যায়গুলাের শেষটুকু হত রহস্যময় যার জন্য পাঠকেরা পরবর্তী কিস্তিটি পড়ার জন্য মুখিয়ে থাকত। তার গল্পগ্রন্থ ও উপন্যাসগুলােই এতই জনপ্রিয় যে এগুলাে কখনই আউট-অফ-প্রিন্ট হয়ে যায়নি।
Title :
A Tale of Two Cities (World Bestseller)(About 200 Million Copies Sold)