ফ্ল্যাপে থেকে নেয়াঃ ১৯৩০ সালে প্রথম প্রকাশিত স্যার যদুনাথ সরকারের ‘এ শর্ট হিস্টরি অব আওরঙ্গজেব’ আজও সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। এটা তাঁর পাঁচ খণ্ডের সুবশাল কর্মের সংক্ষেপিত সংস্করণ। ছাত্র এবং অন্যান্য আগ্রহী পাঠকের সুবিধার্থে এই সংক্ষেপের কাজটি করেছেন স্যার যদুনাথ স্বয়ং। সংক্ষেপিতকরণে তিনি এমনই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন যে মূল গ্রন্থের কোনওরকম অঙ্গহানি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইতিহাসের কৌতূহলী পাঠকদের জন্যে এই গ্রন্থটি অমূল্য বলে বিবেচিত।