The novel Sareng Bou (A Seaman's Wife) tells the tale of the diverse life of a seaman and. in doing so, describes the diversity of so many cities and ports crisscrossed along the lines of longitude and latitude. But at the seaman's wife Nabitun, who stands up against the lechery of the Village clique, Against the financial constraints they create, against the unfounded suspicions in her husband's mind. Nabitun is not just another virtuous woman of the Bangla Novel, she is women who fights fiercely for her existence and honour. She may be as soft as the silt of the sea, but holds her head high in proud determination.
শহীদুল্লা কায়সার
শহীদুল্লা কায়সার জন্ম ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে। পিতা: মাওলানা মােহাম্মদ হাবিবুল্লা, মাতা: সৈয়দা সুফিয়া খাতুন। ১৯৪৬ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হলেও রাজনৈতিক কারনে অসমাপ্ত। পেশায় সাংবাদিক। সক্রিয় ছিলেন বামপন্থী রাজনীতিতে। একাধিকবার কারাবরণের সৌভাগ্য অর্জন করেছেন। তাঁর উল্লেখযােগ্য সৃষ্টি ‘সংশপ্তক’ ‘রাজবন্দীর রােজনামচা’ ‘কৃষ্ণচূড়া মেঘ’ ‘দিগন্তে ফুলের আগুন’ ‘গল্পসমগ্র’ ‘উপন্যাসসমগ্র-১ ‘উপন্যাসসমগ্র-২' প্রভৃতি। সাহিত্যের জন্য পেয়েছেন আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৩) ও বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৯)। স্ত্রী পান্না কায়সার, কন্যা শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের দ্বারা ধৃত হন এবং তাঁর খোঁজ আজও পাওয়া যায় নি।