এই বইয়ে আমি এসব পক্ষপাতিত্বের উপরে ওঠার চেষ্টা করেছি। মোদির সত্যি গল্পটা বলার চেষ্টা করেছি। কারণ জীবনের সত্যি গল্পটা তার প্রাপ্য হলে দাঁড়িয়েছে, সেটা ভালোই হোক আর খারাপই হোক। আশা করছি এই বই সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারবে।
মহিউল ইসলাম মিঠু
অ্যান্ডি ম্যারিনো
Title :
অ্যা পলিটিক্যাল বায়োগ্রাফি : নরেন্দ্র মোদি