শিকাগোতে খুন হচ্ছে নারীরা--একটার পর একটা তাদের লাশ পাওয়া যাচ্ছে উন্মুক্ত স্থানে। গলায় ফাঁস দেয়া। কেমিক্যাল দিয়ে সংরক্ষিত লাশ। দেখে মনে হবে এখনও বেঁচে আছে। একেকজনকে পাওয়া যাচ্ছে একেক ভঙ্গিমায়। কেউবা নদীর ধারে দাঁড়িয়ে, কেউ সমুদ্রের তীরে বসে কাঁদছে। শিকাগো পুলিশ করতে পারছে না কিছুই। এফবিআই থেকে সেখানে পাঠানো হলো এজেন্ট ট্যাটাম গ্রেকে, যে কিনা নিয়ম ভাঙার ওস্তাদ। ট্যাটাম এসে তালগোল পাকিয়ে ডেকে পাঠাল এফবিআই-এ সদ্য যোগ দেয়া প্রোফাইলার জো বেন্টলিকে। জো সুনির্দিষ্ট প্রোফাইল দিতে পারল না। তাকে তাড়া করে ফিরছে এক দুঃসহ শৈশব স্মৃতি। তদন্ত করতে গিয়ে নিজেই আক্রান্ত হলো। এফবিআই দুজনকেই তুলে নিলো এই কেস থেকে।
কিন্তু খুনি খুন থেমে নেই। একটার পর একটা খুন করেই চলছে। কে থামাবে তাকে?
আর সাংবাদিক হ্যারি ব্যারি পিছু নিয়েছে জোর। তার কোন গোপন খবরটা ফাঁস করতে চায় সে?
মাইক ওমরের অসাধারণ এই থৃলারটি পাঠককে শিহরিত করবে।