আচ্ছা কষ্টে থাকা মানুষ গুলো তোমরা কেমন আছো? যাকে নিরঙ্কুশ ভাবে বালোবেসছো সেই ছোট্র বেলায়, কিন্তু কাছে পাওয়া হয়নি। সে মানুষটার কথা মনে করে এখনো কি তোমরা আনমনা হয়ে যাও? সে মানুষটাকে ভালোবেসে েএখনো কি নেশার কোন ঘোরে আছো? যাতে করে এ মানুষটা সব সময় তোমার কল্পনাতে আসে, বাস্তবে ধরা দেয়। সেই ঘোরে থাকা মানুষ গুলোকে উদ্দেশ্য করে আমার এই বাংলা শায়েরী
“ এ ঘোর যেন কখনো না কাটে।
নেশায় আমাকে নিয়ে এসেছে তোমার কাছে,
আরো অনেক বেশি কাছে।
এ জীবনে চাইনাতো কিছু আর-
চাওয়া শুধু িএকটাই
এ ঘোর যেন কখনো না কাটে....”
লাভ গুরু এহতেশাম
মোঃ এহতেশামুল হক শুরু এহতেশাম নামেই সর্বাধিক পরিচিত। এফ এম রেডিও ইন্ডস্ট্রির সর্বাধিক জনপ্রিয় একটি নাম। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান, এই মানুষটি তার আবেগ ঘন কথা স্বতন্ত্র উপস্থাপন শৈলীর দ্বার এক যুগেরও বেশি সময় ধরে রেডিও আমার, ঢাকা এফ এম, ক্যাপিটাল এফ এম সহ বিভিন্ন চ্যানেলে শ্রোতা বন্ধুদের মধ্যে সব চেয়ে বড় ভক্তকুল তৈরিতে সক্ষম হয়েছেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সহ, বরেণ্য দেশি বিদেশি শিল্পীদের অনুষ্টান উপস্থাপনা করেছেন। দীঘকাল রেডিও, ঠিভির মাধ্যমে প্রয়োজনে মানুষের পাশে থেকে ভালবাসার সংস্কৃতি তৈরিতে নিরঙ্কুশ ভাবে কাজ করে যাচ্চেন। চেষ্টা করেছেন পারিবারিক ও সামাজিক বন্ধন কে সুদৃঢ় করে সাম্য ভালবাসার নতুন এক দৃষ্টান্ত সাথাপন করতে । বাংলা ভাষায় এই প্রথম শায়েরী ধাঁচের “এ ঘোর যেন কখনও না কাটে” বইটি তার পাঠকদের জন্য ভালোবাসার আর একটি উপলক্ষ হবে বলেই সকলের আশাবাদ।