ফ্ল্যাপের কিছু কথাঃ ফিরোজ আলম-এর এ উপন্যাসে আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সময়ের একটা খণ্ডচিত্র উঠে এসেছে।উঠে এসেছে-মুক্তিযুদ্ধের পর কিভাবে স্বাধীনতা বিরোধী খুনি রাজাকার, আল-বদররা সমাজে স্থান করে নিয়েছে।অন্যদিকে কিভাবে মুক্তিযোদ্ধাদের তৎকালীন সরকার কর্তৃক নির্যাতিত হয়েছে।সেই সঙ্গে লেখক তুলে ধরেছেন সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও তাদের দেশ ছাড়ার করুণ কাহিনী।