ইকবাল খােরশেদ। কথাকার, লেখক, গবেষক, নাট্যকার, নির্দেশক, আবৃত্তিকার, প্রশিক্ষক, সাংবাদিক সম্পাদক আনন্দন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত লেখক ও সঞ্চালক। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ'র সভাপতিমণ্ডলীর সদস্য, আবৃত্তি সংগঠন মুক্তবাক'র কর্ণধার। জন্ম ৩০-এ জুন, ১৯৬৬, নােয়াখালির মাইজদি। বাবা মাে. খােরশেদ আলম মা নূরের নাহার বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। বাংলা ভাষা-বানান-উচ্চারণ-ব্যাকরণ বিষয়ে বাংলাদেশ বেতার, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অতিথি বক্তা। প্রকাশিত বই : বাংলা উচ্চারণের নিয়মকানুন, রবীন্দ্রনাথ যােগাযােগ, কবিতা ও আবৃত্তির কথা। সম্পাদিত বই গােলাম মুস্তাফা কর্ম ও জীবন, আবৃত্তির শ্রেষ্ঠ কবিতাসমগ্র। প্রকাশিত অ্যালবাম : বনলতা সেনসিহকণ্ঠ মাহমুদা আখতার, কত অজানারে জানাইলে তুমি, আগস্টের। একরাত। নির্দেশিত আবৃত্তি প্রযােজনা : ফিরে চাই জীয়নকাঠি, বিদায় দে মা ঘুরে আসি, বন্ধ করাে না পাখা, কত অজানারে জানাইলে তুমি, স্বাধীনতা হাজার সূর্যালােক, বাংলা ভাষার গল্প, আগস্টের একরাত, বােধভাষ্য, বাল্যপ্রেম। একক আবৃত্তি পরিবেশনা : বেদনা হয়ে বাজে(২০০৩), আলােক শিখা জলুক প্রাণে (২০০৬), ভাঙা বাংলার রুণ কথা২ি০১৭, মাতৃভূমির জন্য ২০১৮