রাজনৈতিক অঙ্গনে গভীর বিভক্তি; এর পাশাপাশি জাতীয় প্রশ্নে অনৈক্য আমাদের এগিয়ে যাবার পথে সবচেয়ে বড় বাধা। উদ্বেগের বিষয়, দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো তৎপর। যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন ও কার্যকর হলে তা এ ধরনের অপশক্তির তৎপরতা রোধে বিশেষ সহায়ক হবে। এতে আইনের শাসন জোরদার হবে এবং দেশজুড়ে আসবে অর্থনৈতিক মুক্তি। সে কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে আরো বেশি যত্মবান, আকণ্ঠ সেনাধিনায়ক। ইত্যাদি বিষয়ে গভীর মনোযোগ উঠে এসেছে ’৭১ শেখ মুজিব বাংলাদেশ গ্রন্থে।