ফ্ল্যাপের কিছু কথাঃ বিভিন্ন বিষয়ের উপর সংগৃহীত সহস্রাধিক কুইজ থেকে নির্বাচিত সহজ-কঠিন ৫০৫ টি কুইজ ও সমস্যা বই আকারে প্রকাশ করা হল। বইটি নে সব বয়সের ও সবধরনের লোকের চাহিদা মেটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে কুইজ ও সমস্যগুলো নির্বাচন করা হয়েছে। কুইজ নির্বাচনে পাঠকের সুবিধার্থে সব কুইজ ও সমস্যাকে আবার মোটামুটি চারভাগে ভাগ করা হয়েছে : Easy, Medium*, Hard**, এবং Very Hard***। কুইজগুলো আড্ডায়, পার্টিতে, ক্লাসে বা পরিবারের সমস্যদের নিয়ে যেমন উপভোগ করা যাবে আবার একা সমাধান করার চেষ্টা করেও সময় কাটানো যাবে। কোন্ সমস্য্যাটি সোজা, কোন্ সমস্যাটি কঠিন তা নির্ভর করবে পাঠকের Intelligence; গণিতে পূবজ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদির উপর। কোন কুইজ বা সমস্যার উত্তর/সমাধান দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত। এতে IQ ও নিজের উপর আস্থা বাড়বে। যে কোন কুইজ ও সমস্যার সমাধানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য্য, ইচ্ছে ও প্রচেষ্টা।