তৃতীয় বিশ্বের বর্তমান অবস্থার জন্য দায়ী ইউরোপ-ইউরোপের সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ। দুটি-দুটি কেন, তিনটি-ওতপ্রোতভাবে জড়িত। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ দ্বারা সৃষ্ট ইউরোপের ধ্বংস না হলে তৃতীয় বিশ্ব প্রতিষ্ঠিত হতে পারবে না। একথা ফ্যানন জানেন। তাঁর ‘পৃথিবীর হতভাগ্য’ নামক গ্রন্থটি একই সঙ্গে তৃতীয় বিশ্বের ঘোষণাপত্র ও উপনিবেশবাদের বিরুদ্ধে জ্বলন্ত দলিল। বিংশ শতাব্দীর উপর যে ক’জনের প্রভাব সবচেয়ে বেশী পড়েছে, ফ্যানন তাঁদের একজন। ‘পৃথিবীর হতভাগ্য’ তাঁর সবচেয়ে পরিচিত ও আলোচিত গ্রন্থ। অনুবাদক মাহমুদ হাসান বাংলাভাষী পাঠক-পাঠিকাদের জন্য এ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন।