ফ্ল্যাপের কিছু কথাঃ কয়েকজন খেলোয়াড়, কয়েকটা জীবন, কয়েকটা লড়াই, কয়েক টুকরো আনন্দ। টুম্পা, রাকিব, জাভেদ, তিথি ,কাঁকন, মাসুদা ওদের মধ্যে একটাই মিল-খেলা। কেউ ক্রিকেটার,.কেউ তীরন্দাজ। প্রত্যেকের নিজের গল্প আছে। সেই গল্প গুলো খেলার মাঠে এসে একাকার হয়ে যায়। মাঠের খেলাটা কখন যেন প্রেমের দিকে মোড় নিতে শুরু করে।
টুম্পা খুলনা থেকে ঢাকায় আসে বাবার স্বপ্ন পূরণ করবে বলে, তীরন্দাজ হবে বলে। সিনেমার মত তরতর করে এগোতে থাকে ওর স্বপ্ন। কিন্তু স্বপ্নের পাশে লুকানো তিথি-মাসুদাদের গল্প। আর নারায়গঞ্জ বস্তিতে মানুষের শিকার মাসুদ।
টুম্পার সঙ্গে রহস্যময় বাধনে জড়িয় পদে উঠতি ক্রিকেটার রাকিব। জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর রাকিবের কাঁধে চেপে বসে কোচ সুজন সারের অপূর্ণ আকাঙ্খা। আর টুম্পার সঙ্গে রহস্যময় সম্পর্কের কারণে হয়ে ওঠে অধিনায়ক জাভেদের ‘শত্রু’।
দু দিন আগ পর্যন্ত সবচেয়ে ভালোবন্ধু জাভেদের শত্রুতার ব্যাখ্যা খুঁজে ফেরে রাকিব। জাভেদের ব্যাখ্যা রাখা আছে কামরাঙ্গির চরে। রাকিব টুম্পার কাছে হাত পাতে একটু ব্যাখ্যার জন্য। ব্যাখ্যা মেলে না।
স্বপ্ন আর রহস্যের পেছনে ছুটতে থাকা রাকিব হঠাৎ করেই মুখোমুখি হয়ে গেল নিয়তির । কি সেই নিয়তি। এই উপন্যাস সেই নিয়তির পেছনে ছোটার উপন্যাস।
দেবব্রত মুখোপাধ্যায়
দেশের প্রথম সারির একটি দৈনিকের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখােপাধ্যায় । পেশায় সাংবাদিকতা আর নেশা-মননে কিশাের সাহিত্য। সময় কাটে শীর্ষেন্দুর ভুতেদের সাথে কিংবা শার্লক হােমসের ২২১ বি বেকার স্ট্রিটে! ১৯৭৯ সালে বাগেরহাট জেলার সাংদিয়া গ্রামে। জন্ম প্রকৃতিলগ্ন পরিবেশে বেড়ে উঠেছেন । পড়াশােনা পদার্থ বিজ্ঞান, দর্শন ও সমাজবিজ্ঞানের মতাে ভিন্নমুখী বিষয়ে । বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানে চাকরির সুবাদে। দিনের পর দিন সুন্দরবনের গভীরে দিনাতিপাত করেছেন। প্রকৃতির সঙ্গে এবং দুষ্ট লােকেদের সঙ্গে মানুষের তীব্র লড়াই দেখেছেন। রাতের পর রাত যাত্রা অভিনয় করেছেন । বান্দরবান থেকে কুয়াকাটা, টেকনাফ থেকে জাফলং ঘুরে বেড়িয়েছেন জীবন আর প্রকৃতির সন্ধানে । বিচিত্র এবং বহুমুখী এই সব অভিজ্ঞতা থেকেই চেষ্টা করেছেন সাহিত্য উপাদান সংগ্রহের। হরিপদ টীম’ নামে শিশু-কিশােরদের বেশ প্রিয় একটা সিরিজের লেখক দেব্রত মুখােপাধ্যায়।