মিম আর ম্যামকে কি তোমরা চেনো? না, চিনবে কী করে? ওরা দুটি ভাই। কিন্তু তাই বলে ওদের ভাষা তো তোমরা বুঝবে না। ওরা যে এইটুকুনি পুঁচকে দুই বেড়ালছানা কেবলই নেচেকুঁদে পরমানন্দে দিন কাটায়। মা ওদের দায়িত্ব দিলেন নেংটি ধরার। বড়ো হতে হবে তো! সেই নেংটি ধরতে গিয়ে তাদের দেখা হয়ে গেল এক ভেড়ার সঙ্গে। চাঁদের আলোয় খুকুর খাতায় ভেড়াটি ছবি আঁকে। নেংটি ধরা ভুলে গিয়ে তন্ময় হয়ে মিম আর ম্যাম ভেড়ার আঁকা দেখতে থাকে। তাহলে কি ভেড়াটা সত্যি সত্যি কোনো আর্টিস্ট? এই প্রশ্নেরই উত্তর মিলবে প্রথম গল্প ‘ফাটিস’-এ। আর শুধুই ভেড়া বা বেড়ালছানা নয়, এই বইয়ের পাতা উলটোলেই দেখা হয়ে যাবে লেংচে চলা বাঘ, দুষ্টু টিকটিকি, উড়ুক্ক ভূত, কাকতু কাক, ছবি আঁকতে পারা ছুম, বুড়ো হয়ে যাওয়া ঘোড়া, ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকা জোনাকি-সহ আরও অনেকের সঙ্গে। মোট ২৫ টি গল্প আর তার প্রত্যেকটিতে নতুন করে জন্ম নেয় চিরায়ত রূপকথা। শৈলেন ঘোষের জাদুকলমে বাঙালি আবার ফিরে পেল তার হারিয়ে যাওয়া শৈশব, মেঘদুপুরে উড়তে থাকা কল্পনার পক্ষীরাজ।