....স্পষ্ট দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এক কোণে সস্তা চাদরে নিজেকে মুড়ে নিয়ে দাবা খেলে চলেছেন আবদুর রাজ্জাক। প্রতিপক্ষের একটি একটি করে গুটি তিনি কার্টেন, তারপর সেটিকে পাশে না রেখে জমা করেন নিজের বাঁ হাতের মুঠোয়। মুঠিটি পূর্ণ হয়ে গেলে সৈন্য-সামন্ত-মন্ত্রীরা সব ছিটকে যায় চারপাশে। আমার ঢাকা এর চেয়ে ভিন্ন কিছু নয়। যতই আঁকড়ে ধরতে চাই, আমি জানি, তার হাতের মুঠি পূর্ণ হয়ে উঠবে একদিন। প্রতাপশালী রাজা, মান্যবর মন্ত্রী আর তুচ্ছ সৈন্য- এ শহর সবাইকে ছেড়ে দেবে তখন। ২২°৪৪′৫৮" ৯০°২২′৫০" সুহান রিজওয়ানের জার্নাল