ষাটের দশকে খুলনায় বেড়ে উঠেছে এক নবীন কিশোর, যার পেছনে রয়েছে দেশভাগের অভিঘাত, আর সমানের দনিগুলো অনিশ্চিত। দেশ তখন সামরিক শাসনে পিষ্ট, মুকত্রি সম্ভাবনা সুদূর-পরাহত। য়াটের দশকে পূর্ব বাংলঅর প্রান্তিক শহর খুলনায় লেখকের বেড়ে-ওঠা, ছাত্র ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ততা, পরিণামে স্থানীয় রাজনীতির কেন্দ্রীয় বৃত্তে আশ্রয় লাভ। য়াটের দশকের উত্তাল ঘটনাধারার তিনি অংশী ও সাক্ষী। মুক্তিযুদ্ধ শুরু হলে পারিবারিক ও আনুষঙ্গিক নানা কারণে তাঁকে অবরুদ্ধ দেশে রুদ্ধশ্বাস জীবন কাটাতে হয়। সৈয়দ মনোয়ার আলী সংবেদনশীল বিশ্লেষণবাদী মন নিয়ে দেখেছেন চারপাশের উত্তাল ঘঠনাধারা িএবং সেই অভিজ্ঞতা সবিস্তারে মেলে ধরেছেন বর্তমান গ্রন্থে,যা একাধারে ব্যক্তির বয়ান এবং সেইসাথে জাতির সংগ্রামী পথ-পরিক্রমণের অনন্য গাথা।
সৈয়দ মনোয়ার আলী
Title :
১৯৭১ অবরুদ্ধ দেশে রুদ্ধশ্বাস জীবন (হার্ডকভার)