ফ্ল্যাপের কিছু কথাঃ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোককাহিনীর বিশাল জ্ঞান-ভাণ্ডারের সমান অংশ ১০১ লোককাহিনি। এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বেশ কটি দেশের লোক কাহিনী এখানে সন্নিবেশিত হলো। এসব লোককাহিনী ওইসব দেশের আচার-আচরণ, কৃষ্টি, সংস্কৃতির বাহন। বাংলাদেশের শিশু-কিশোর যাতে খুব সহজে ওইসব দেশের লোকসংষ্কৃতি ও সাহিত্যের খোঁজ পায় তার জন্য এই বই । সহজ ভাষায় লেকা বইটি পাঠকের কাছে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস।