মানুষ সেই ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কথা বলে। কথার শেষ নেই। কিন্তু কয়জন পারে কথা গুছিয়ে বলতে? কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা কয়জন জানে? কার সাথে কি কথা বা কীভাবে বলতে হবে সেটাই বা কয়জন জানে?
বা কোন প্রশ্ন করা উচিত বা কোন বিষয়ে প্রশ্ন করা উচিত সেটাই বা কয়জন জানে? এইসব কিছু খুব সহজে শিখতে বা জেনে নিতে পড়ুন এই ১০১ কথা বলার কৌশল বইটি।