পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় নিজেদের প্রশ্ন করা উচিত: আমার কারণে ভিন্ন কিছু কি হলো? কিছু কি বদলাতে পারলাম? এ প্রশ্নের উত্তরই বলে দেবে পৃথিবীতে আমরা কী করেছি। মৃত্যুশয্যায় শুয়ে এ প্রশ্নটি যখন করব, আমাদের কাজ বা চিন্তা করার কোনো উপায় থাকবে না আর। একমাত্র দাম থাকবে জীবদ্দশায় কী করেছি তার। তারপরও দুশ্চিন্তার শেষ নেই আমাদের। অন্যের কাজ ও আচরণে আহত বোধ করি। প্রমাণ করার চেষ্টা করি, আমরাই ঠিক। অন্যদের ভুল প্রমাণের জন্য চেষ্টার ত্রুটি করি না। অথচ মৃত্যুশয্যায় এসব কিছুরই কোনো মূল্য থাকবে না । কেবল থেকে যাবে আমাদের কাজ।
অথচ যতক্ষণ বেঁচে আছি, চাইলে প্রতি ঘণ্টায়, প্রতি
মুহূর্তে গড়ে দিতে পারি পার্থক্য।' এমনই মূল্যবান সব অন্তর্দৃষ্টিতে ভরা অসাধারণ একটি বই ‘ওয়ান হান্ড্রেড ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ'। ১৯৯৬ সালে প্রথম প্রকাশের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে স্টিভ চ্যান্ডলারের এ বই। সমানভাবে সমাদৃত হয়েছে আত্ম-উন্নয়ন বিশেষজ্ঞ ও সাধারণ পাঠকদের কাছে। অনূদিত হয়েছে অনেকগুলো ভাষায়। বইটি সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে ডেভার্স ব্র্যান্ডেন বলেছেন, 'অসাধারণ, অনুপ্রেরণাদায়ী, সৎ ও সাহসী বই এটি। এমন একটি বই যার প্রতিটি পৃষ্ঠা কথা বলে। নিশ্চিতভাবেই আমার সব বন্ধু ও সেবাগ্রহীতাদের পড়তে বলব বইটি।' লিসা শেনেলবি বলেছেন, ‘নিজের অন্তরের আলোয় মুহূর্তেই আপনাকে আলোকিত করবেন চ্যান্ডলার... পাথরের মতো সুদৃঢ় এবং মনকে নিশ্চয়তায় ভরিয়ে দেয়ার মতো তাঁর কণ্ঠস্বর।'
***** ***** *****
“সমস্যাকে অভিশাপ হিসেবে দেখলে জীবনের যে উদ্দীপনার সন্ধানে আছেন সেটি পাওয়া কঠিন হবে। সমস্যা আপনার সামনে যেসব সুযোগ এনে দেয় সেগুলোকে ভালোবাসতে শিখুন।”
“নিজের আকাঙ্ক্ষিত ভবিষ্যৎকে বাস্তবে রূপ দিতে চাইলে এমন একটা বাক্সের মধ্য দিয়ে ভবিষ্যতের দিকে তাকাবেন না, যে বাক্সে আপনার অতীতকে ঢোকানো আছে।”
“আপনি কী চান তার ওপর মনোযোগ দিলে সেটি আপনার জীবনে আসবে। যদি সুখী আর অনুপ্রাণিত একজন মানুষ হওয়ার ওপর মনোযোগ দেন, ঠিক সেটিই হবেন আপনি।
এমন অসাধারণ সব অন্তর্দৃষ্টিময় ভাবনায় পরিপূর্ণ *ওয়ান হান্ড্রেড ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ' বইটি। স্টিভ চ্যান্ডলারের অসাধারণ এক মাস্টারপিস। বিশ্বজুড়ে লক্ষ কোটি মানুষকে প্রণোদনা জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে জীবনকে বদলে ফেলতে। তত্ত্বকথায় ভরা ফাঁপা উপদেশ নয়, প্রজ্ঞা আর জীবনাভিজ্ঞতার মিশেলে একশো একটি অমূল্য পরামর্শ।
একবার নয়, বারবার পড়ার মতো বই। সবসময় হাতের কাছে রাখার মতো বই।