১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া
মার্কেটিং নিয়ে এতো মজার বই বাংলায় আর নেই বোধহয়! এখন অনেকেই ব্যবসার দিকে ঝুঁকছেন। অথচ আপনাকে যদি বলি, আপনার বিজনেস নিয়ে দশটা মার্কেটিং আইডিয়া বলুন। নিশ্চয়ই হিমশিম খাবেন। ব্যবসা কেবল প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে হয় না। দরকার উপযুক্ত ব্র্যান্ডিং এবং মার্কেটিং। এই বইয়ের লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর হলেও এই বইতে তিনি কোনো জটিল তত্ত্ব নিয়ে আসেননি। বরং সহজ ও মজা করে বলে গেছেন ১০০টি চমৎকার মার্কেটিং আইডিয়া। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এগুলো কোনো থিয়োরিটিক্যাল কেতাবি আইডিয়া না। আইডিয়াগুলো তিনি নিয়েছেন বিশ্বের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের স্ট্র্যাটেজি বা কেস হিস্ট্রি থেকে। এ তালিকায় আছে, বিএমডব্লিউ, ডিএইচএল, ইউনিলিভার, রেমিংটন, ভক্সওয়াগন'র মতো জায়ান্ট প্রতিষ্ঠান। শুধু আইডিয়া বলেই ক্ষান্ত হননি, আইডিয়াগুলো আপনার নিজের বিজনেসে কীভাবে প্রয়োগ করবেন, কী কী মাথায় রাখতে হবে, সেসব বুলেট পয়েন্ট আকারে তুলে দিয়েছেন। এতোটাই সহজ করে লেখা, একজন মুদি দোকানিও চাইলে আইডিয়াগুলো এপ্লাই করতে পারবে। প্রতিটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, মার্কেটিং-এর স্টুডেন্ট ও অনলাইন কিংবা অফলাইনে মার্কেটিং নিয়ে কাজ করা সবার জন্য বইটি গাইডবুক হিসেবে কাজ করবে। বইটি সম্পাদনা করছেন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, দৈনিক ইনকিলাবের এসইও ডিপার্টমেন্টের হেড এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকস্টোর বইবাজার.কমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইকরাম।