মাই বেস্ট ম্যাথমেটিক্যাল এন্ড লজিক পাজলস বইয়ের কিছু অংশঃ
মার্টিন গার্ডনার প্রায় ২৫ বছর ‘সায়েন্টিফিক আমেরিকান জার্নালে ম্যাথমেটিক্যাল গেম ও পাজল নিয়ে লেখালেখি করেছেন। এছাড়া পাজল ও লজিক্যাল গেম নিয়ে লিখেছেন অনেকগুলো বই। এই বইটি কিছুটা আলাদা। কারণ এটাতে তিনি গাণিতিক সমস্যার পাশাপাশি যৌক্তিক সমস্যাগুলোকেও জায়গা দিয়েছেন। অবশ্য বইয়ের নাম দেখেই সেটা বোঝা যাচ্ছে। বইটির প্রধান বৈশিষ্ট্য হলো—তিনি এখানে তার পছন্দের কিছু পাজল লেখকের বই থেকে প্রায় অপরিচিত কিছু সমস্যা তুলে এনেছেন।
বইয়ের প্রথম ১২টি পাজল গেম ম্যাগাজিন থেকে নেয়া। এগুলো গার্ডনার নিজেই লিখেছিলেন। তবে এই বইতে ব্যবহার করার আগে সেগুলোতে কিছু পরিবর্তন করা হয়েছে। আমি এবং অনুবাদক বইয়ের পাজলগুলোকে আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে মিল রেখে দেয়ার চেষ্টা করেছি। সে অর্থে বইটিকে সরাসরি অনুবাদ বলা যায় না। যে ধরনের সমস্যাগুলো দিয়ে বইটি সাজানো হয়েছে, সেগুলো সমাধান করলে ছেলেমেয়েদের যৌক্তিক চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।