মিসেস ম্যাকগিন্টি’স ডেড:
খুন হলো মিসেস ম্যাকগিণ্টি। খুনি—জেমস বেন্টলি—ধরাও পড়ল। হয়ে গেল ফাঁসির রায়। কিন্তু মনের খচখচানি দূর হলো না সুপারিন্টেন্ডেন্ট স্পেন্সের। সাহায্য চাইলেন পুরোনো বন্ধু, এরকুল পোয়ারোর, আসল খুনিকে খুঁজে বের করবার জন্যে। সে কাজ নিয়ে ব্রডহিনিতে পা রাখলেন পোয়ারো। সঙ্গী হিসেবে পেয়ে গেলেন বিখ্যাত রহস্য-ঔপন্যাসিক আরিয়াডনে অলিভারকে। জটিল হয়ে উঠল পরিস্থিতি। ছোট্ট গ্রাম ব্রডহিনি, কিন্তু এখানকার বাসিন্দাদের প্রায় সবার অতীতই রহস্যে ঘেরা। হতবুদ্ধি হয়ে গেলেন দুঁদে গোয়েন্দা।
এদিকে হাতে সময় নেই মোটেই, ঘনিয়ে আসছে জেমস বেন্টলির ফাঁসির তারিখ। এই কেসে শুধু খুনি নয়, সময়ও এরকুল পোয়ারোর শত্রু। সময়ের বিরুদ্ধে যে রেসে নেমেছেন, তাতে তিনি জিততে পারবেন তো? পারবেন তো বেন্টলির ফাঁসি হওয়ার আগেই অন্তরালের হন্তারককে টেনে আলোর নিচে নিয়ে আসতে? নাকি নিছক মরীচিকার পেছনে ছুটছেন এই তীক্ষ্ণধী?
দে কেম টু বাগদাদ:
বাগদাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের দুই পরাশক্তি এখানে আলোচনায় বসবে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্যে। কিন্তু একটি সংগঠন চাইছে না কোনোভাবেই সফল হোক সেই সম্মেলন...কেন?
এই পরিস্থিতিতে বাগদাদে পা রাখল ভিক্টোরিয়া জোনস। বরাবরই অ্যাডভেঞ্চারপ্রেমী ভিক্টোরিয়ার এখানে আসার উদ্দেশ্যটা অবশ্য ভিন্ন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন তার হোটেল রুমে মৃত্যু হয় এক গুপ্তচরের। আর এই গুপ্তচরের কাছেই ছিল সম্মেলন সফল করবার চাবিকাঠি। মৃত্যুশয্যায় তিনটি শব্দ বলে যায় সে—লুসিফার…বাসরা…লেফার্জ।
ভিক্টোরিয়া কি পারবে এই আপাত সম্পর্কহীন শব্দগুলো থেকে অর্থপূর্ণ কিছু বের করতে? কি ভবিষ্যৎ অপেক্ষা করছে পৃথিবীর জন্যে?
ডাবল সিন অ্যান্ড আদার স্টোরিজ:
১. ডাবল সিন
২. ওয়াস্প'স নেস্ট
৩. দ্য থেফট অভ দ্য রয়াল রুবি
৪. দ্য ড্রেসমেকার'স ডল
৫. গ্রিনশ'স ফলি
৬. দ্য ডাবল ক্লু
৭. দ্য লাস্ট সিয়েন্স
৮. স্যাংচুয়ারি
আগাথা ক্রিস্টি
জন্মঃ ১৮৯০ সাল, ১০ সেপ্টেম্বর। স্কুল জীবন শুরু হয়েছিল দেরিতে, ১৩ বছর বয়সে। লেখালেখি শুরু করেছিলেন ২০ বছর বয়সে। সৃষ্টি করেছিলেন গােয়েন্দা এরকুল পােয়ারাে ও মিস মারপলকে। তাঁর রচনাগুলির মধ্যে ধারালাে বুদ্ধির সঙ্গে মিশে আছে নিবিড় মমতা, সুচারু চরিত্র বিশ্লেষণ ও মানব জীবনের ট্রাজিক নিয়তি। ক্রিস্টি বেঁচে থাকলে তার বয়স হত১২৪। এই সংকলনে ক্রিস্টির সেরা ৭টি রহস্যকাহিনি উপস্থিত। লেখনীর মুন্সিয়ানা, বিচিত্র চরিত্র চিত্রণ ও রহস্যের গােলকধাঁধা পাঠককে অভিভূত করবে।