পরিচিতি: জিয়াউর রহমান মুন্সী। জন্ম ১৯৮৪ সালে, কুমিল্লায়। ৫ম শ্রেণিতে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তারপর হিফজুল কুরআন সম্পন্ন ও কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসায় কামিল শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অর্জন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মাতৃভাষার পাশাপাশি আরবি, ইংরেজি, উর্দু ও ফার্সি ভাষায় সমান পারদর্শী এ তরুণ গবেষক। বিভিন্ন ভাষায় লেখা ইসলামের কালজয়ী গ্রন্থাবলি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্যে তিনি ফ্রেঞ্চ, জার্মান ও ল্যাটিন ভাষা আয়ত্ত করার সাধনায় নিরত। বক্ষ্যমাণ অনুবাদ গ্রন্থটি ছাড়াও তার অনূদিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে: ১. রাসুলের চোখে দুনিয়া (মাকতাবাতুল বায়ান, ২০১৭); ২. মাযহাব: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ (সিয়ান পাবলিকেশন, ২০১৪); ৩. কুরআন বােঝার মূলনীতি (সিয়ান পাবলিকেশন, ২০১৬); ও ৪. হাদীস বােঝার মূলনীতি (সিয়ান পাবলিকেশন, ২০১৭)। তাছাড়া তার অনূদিত ‘মৃত্যু থেকে কিয়ামাত’ শিরােনামে ইমাম বাইহাকি (রাহিমাহুল্লাহ)-র একটি গ্রন ...
বিস্তারিত দেখুন
পরিচিতি: জিয়াউর রহমান মুন্সী। জন্ম ১৯৮৪ সালে, কুমিল্লায়। ৫ম শ্রেণিতে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তারপর হিফজুল কুরআন সম্পন্ন ও কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসায় কামিল শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অর্জন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মাতৃভাষার পাশাপাশি আরবি, ইংরেজি, উর্দু ও ফার্সি ভাষায় সমান পারদর্শী এ তরুণ গবেষক। বিভিন্ন ভাষায় লেখা ইসলামের কালজয়ী গ্রন্থাবলি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্যে তিনি ফ্রেঞ্চ, জার্মান ও ল্যাটিন ভাষা আয়ত্ত করার সাধনায় নিরত। বক্ষ্যমাণ অনুবাদ গ্রন্থটি ছাড়াও তার অনূদিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে: ১. রাসুলের চোখে দুনিয়া (মাকতাবাতুল বায়ান, ২০১৭); ২. মাযহাব: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ (সিয়ান পাবলিকেশন, ২০১৪); ৩. কুরআন বােঝার মূলনীতি (সিয়ান পাবলিকেশন, ২০১৬); ও ৪. হাদীস বােঝার মূলনীতি (সিয়ান পাবলিকেশন, ২০১৭)। তাছাড়া তার অনূদিত ‘মৃত্যু থেকে কিয়ামাত’ শিরােনামে ইমাম বাইহাকি (রাহিমাহুল্লাহ)-র একটি গ্রন্থ অতি শীঘ্রই মাকতাবাতুল বায়ান থেকে প্রকাশিত হতে যাচ্ছে। এসবের পাশাপাশি তিনি সীরাতের ক্রমধারা অনুযায়ী একটি বৃহদায়তন তাফসীরগ্রন্থ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তার কাজে সহায় হােন! আমীন!