সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ - ২৩ অক্টোবর ২০১২) ছিলেন বিশ শতকের শেষভাগের একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। জীবনের শেষ চার দশকে তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট ছিলেন এবং আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচিত। তার কবিতার বহু পঙ্ক্তি মানুষের মুখস্থ হয়ে আছে, এবং তিনি "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনামেও লেখালেখি করেছেন। |