সাদমান সাদিক কলেজ পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়েছেন। HSC-তে ঢাকা বাের্ডের বিজ্ঞান বিভাগে তাঁর অবস্থান ছিল ১৮তম। ভর্তিপরীক্ষার পরে তিনি BUET ও IBA-তে পড়ার সুযােগ পান। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-তে বি.বি.এ. করা শুরু করেন। পড়াশােনার পাশাপাশি তিনি শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ােজিত থাকেন। পাওয়ারপয়েন্ট ও প্রােজেন্টেশন শেখানাের ভিডিও নিয়ে তাঁর ইউটিউবে একটি চ্যানেল আছে 'PowerPoint Pro' নামে | তাঁর নিজ নামে (Sadman Sadik)। আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে তিনি বুক রিভিউ সংক্রান্ত ভিডিও আপলােড করে থাকেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক যােগাযােগ মাধ্যমে তিনি প্রতিনিয়ত শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করে যাচ্ছেন। তিনি বর্তমানে '10 Minute School'-এর 'Head of content' হিসেবে কাজ করছেন। '10 Minute School'-এ এখন পর্যন্ত তাঁর বানানাে ৫টি সফটওয়্যার কোর্স আছে। পড়াশােনা আর ভিডিও বানানাের পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সফটওয়্যার ট্রেইনিং দিতে যান। 'স্টুডেন্ট হ্যাকস' তাঁর প্রকাশ করা প্রথম বই।