মুহাম্মদ মুজ্জাম্মিল হক্ পিতা : শাহাদাত তালুকদার মাতা: মনোয়ারা বেগম থানা মাদারীপুর সদর জেলা: মাদারীপুর। ভাই: ৪ জন, বোন : ২জন বর্তমানে উচ্চতর ইসলামী আইন গভেষণা বিভাগে PHD অর্জনে অধ্যয়নরত উত্তর প্রদেশ ভারত। মাষ্টার্স সমাপন-২০২১-২২ শিক্ষাবর্ষ বাংলাদেশ। প্রাপ্তি পড়া-লেখার শুরুলগ্ন হতে মাষ্টার্স পরিসমাপ্তি পর্যন্ত সকল ক্লাসে (ফাস্ট) প্রথম স্থান অর্জন করেছেন। এবং মেধা তালিকার স্থান কখনো তাকে মুক্ত মুক্ত করতে পারেনি আলহামদুলিল্লাহ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষার মানে এস এস সি পরীক্ষায় ছাপ্পান্ন জেলায় ১ম স্থান এবং সারা দেশের মধ্যে ১০ম স্থান অর্জন করে ক্রেস্ট সংবর্ধনা সহ নগদ অর্থ প্রাপ্ত হন সৌদি আরব উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর শা ...
বিস্তারিত দেখুন
মুহাম্মদ মুজ্জাম্মিল হক্ পিতা : শাহাদাত তালুকদার মাতা: মনোয়ারা বেগম থানা মাদারীপুর সদর জেলা: মাদারীপুর। ভাই: ৪ জন, বোন : ২জন বর্তমানে উচ্চতর ইসলামী আইন গভেষণা বিভাগে PHD অর্জনে অধ্যয়নরত উত্তর প্রদেশ ভারত। মাষ্টার্স সমাপন-২০২১-২২ শিক্ষাবর্ষ বাংলাদেশ। প্রাপ্তি পড়া-লেখার শুরুলগ্ন হতে মাষ্টার্স পরিসমাপ্তি পর্যন্ত সকল ক্লাসে (ফাস্ট) প্রথম স্থান অর্জন করেছেন। এবং মেধা তালিকার স্থান কখনো তাকে মুক্ত মুক্ত করতে পারেনি আলহামদুলিল্লাহ। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষার মানে এস এস সি পরীক্ষায় ছাপ্পান্ন জেলায় ১ম স্থান এবং সারা দেশের মধ্যে ১০ম স্থান অর্জন করে ক্রেস্ট সংবর্ধনা সহ নগদ অর্থ প্রাপ্ত হন সৌদি আরব উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর শায়েখ আদনান বিন আব্দুল আজীজ আল খাতিরী ও অধ্যপক ড. আজম বখশ হতে। এসময়ে আরো ক্রেস্ট সহ সংবর্ধনা জানান সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান, এমপি আল্লামা ফয়জুল করীম হাফি, এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার মাদারীপুর। যার একজন সফল উদ্যাক্তায়ক মুফতি আশরাফুল ইসলাম কাসেমী হাফি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে ক্রেস্ট সংবর্ধনা ও পুরুস্কার প্রাপ্ত হন উম্মুল মাদারিসে কওমিয়া দারুল উলূম দেওবন্দের শিক্ষা সচিব আল্লামা ইউসুফ তাওদূতী ও বিশিষ্ট শিক্ষাবিদ লেখক গভেষক আল্লামা জামীল আহমদ রহঃ এর বরকতময় হাত থেকে।