কে. পি. ইমনের জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। পত্রিকা, সংকলন ও অনলাইন মাধ্যমে অসংখ্য মানসম্মত ছােটগল্প লিখেছেন, সেই সঙ্গে প্রকাশিত মৌলিক উপন্যাসের তালিকায় রয়েছে মিথস্ক্রিয়া, যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল এবং ইতিহাসভিত্তিক উপন্যাসিকা আগুনের দিন শেষ হয়নি। তার মৌলিক ছােটগল্প দ্য বিজনেসম্যান অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। চিত্রনাট্য রচনায় হাতেখড়ি হয়েছে দ্য বিজনেসম্যান এবং এ টয় অপারেশন থিয়েটার-এর মাধ্যমে। এ টয় অপারেশন থিয়েটার আন্তর্জাতিক প্রতিযােগিতায় সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি দ্য গার্ল অন দি ট্রেন, হিটওয়েভ, অরফান এক্স-সহ বে� ...
বিস্তারিত দেখুন
কে. পি. ইমনের জন্ম রাজশাহীতে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। পত্রিকা, সংকলন ও অনলাইন মাধ্যমে অসংখ্য মানসম্মত ছােটগল্প লিখেছেন, সেই সঙ্গে প্রকাশিত মৌলিক উপন্যাসের তালিকায় রয়েছে মিথস্ক্রিয়া, যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল এবং ইতিহাসভিত্তিক উপন্যাসিকা আগুনের দিন শেষ হয়নি। তার মৌলিক ছােটগল্প দ্য বিজনেসম্যান অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। চিত্রনাট্য রচনায় হাতেখড়ি হয়েছে দ্য বিজনেসম্যান এবং এ টয় অপারেশন থিয়েটার-এর মাধ্যমে। এ টয় অপারেশন থিয়েটার আন্তর্জাতিক প্রতিযােগিতায় সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি দ্য গার্ল অন দি ট্রেন, হিটওয়েভ, অরফান এক্স-সহ বেশ কিছু বিশ্বমানের উপন্যাস অনুবাদ করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলার পলাশে। বাবা-মায়ের সঙ্গে বেকারত্ব উপভােগ করছেন।