ড. উমর ফররুখ (১৯০৬-১৯৮৭) ছিলেন একজন লেবানিজ গবেষক, ঐতিহাসিক, সাহিত্যিক ও শিক্ষক। তিনি বৈরুতে জন্মগ্রহণ করেন এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (AUB) থেকে স্নাতক সম্পন্ন করেন (১৯২৪)। পরে জার্মানির বার্লিন ও আরলানগেন-নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং দর্শনে পিএইচডি অর্জন করেন। শিক্ষকতাকে তিনি জীবনের প্রধান পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি বৈরুতের মাকাসিদ ইসলামিক স্কুল, আল-সানাভিয়া আল-আমেলিয়া এবং বাগদাদ ও বোম্বের দারুল মুয়াল্লিমিনে শিক্ষকতা করেন। আরবি ছাড়াও তিনি ফরাসি, জার্মান, ইংরেজি, ফার্সি ও তুর্কি ভাষায় পারদর্শী ছিলেন। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল ইসলামি সভ্যতা, আরবি ভাষা, পাশ্চাত্য চিন্তাধারা ও আধুনিকতা। তিনি পাশ্চাত্য আধুনিকতাবাদের সমালোচনা ও পর্যালোচনার জন্য বিখ্যাত।
...
ড. উমর ফররুখ (১৯০৬-১৯৮৭) ছিলেন একজন লেবানিজ গবেষক, ঐতিহাসিক, সাহিত্যিক ও শিক্ষক। তিনি বৈরুতে জন্মগ্রহণ করেন এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (AUB) থেকে স্নাতক সম্পন্ন করেন (১৯২৪)। পরে জার্মানির বার্লিন ও আরলানগেন-নুরেমবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং দর্শনে পিএইচডি অর্জন করেন। শিক্ষকতাকে তিনি জীবনের প্রধান পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি বৈরুতের মাকাসিদ ইসলামিক স্কুল, আল-সানাভিয়া আল-আমেলিয়া এবং বাগদাদ ও বোম্বের দারুল মুয়াল্লিমিনে শিক্ষকতা করেন। আরবি ছাড়াও তিনি ফরাসি, জার্মান, ইংরেজি, ফার্সি ও তুর্কি ভাষায় পারদর্শী ছিলেন। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল ইসলামি সভ্যতা, আরবি ভাষা, পাশ্চাত্য চিন্তাধারা ও আধুনিকতা। তিনি পাশ্চাত্য আধুনিকতাবাদের সমালোচনা ও পর্যালোচনার জন্য বিখ্যাত।