ভলত্যার জন্মেছিলেন ১৬৯৪ খ্রিস্টাব্দে প্যারিসে এক স্বচ্ছল পরিবারে। আসল নাম ছিল জ-মরি আরুয়ে। সে-নামের অক্ষরগুলাে কেটে হেঁটে উলটে পালটে নিজে করে দেন ভলতেয়ার। মারা যান ১৭৭৮ খ্রিস্টাব্দে। প্যারিসে এক স্বচ্ছল পরিবারে খ্রিস্টিয় জেসুইট সম্প্রদায়ের তত্ত্বাবধানে তাঁর প্রথম বিদ্যাশিক্ষা, যে-সম্প্রদায় পরে তাঁর আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্য হয়। পাদ্রি-শিক্ষকরা বালকের তীক্ষ্ণ মেধার যেমন প্রশংসা করতেন, তেমনই তার দুঃসাহসী চিন্তায় উদ্বিগ্ন হতেন। পিতা চেয়েছিলেন পুত্র আইনজীবি হােক। কিন্তু তার আশা পূর্ণ হলাে না। আইন ছেড়ে ভলত্যার ভিড়ে গেলেন সাহিত্যে। অল্প বয়সেই কবিতা লেখার অভ্যাস হয়েছিল, উপরন্তু ছিল বাকপটুতা। ফলে অভিজাত সাহ ...
বিস্তারিত দেখুন
ভলত্যার জন্মেছিলেন ১৬৯৪ খ্রিস্টাব্দে প্যারিসে এক স্বচ্ছল পরিবারে। আসল নাম ছিল জ-মরি আরুয়ে। সে-নামের অক্ষরগুলাে কেটে হেঁটে উলটে পালটে নিজে করে দেন ভলতেয়ার। মারা যান ১৭৭৮ খ্রিস্টাব্দে। প্যারিসে এক স্বচ্ছল পরিবারে খ্রিস্টিয় জেসুইট সম্প্রদায়ের তত্ত্বাবধানে তাঁর প্রথম বিদ্যাশিক্ষা, যে-সম্প্রদায় পরে তাঁর আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্য হয়। পাদ্রি-শিক্ষকরা বালকের তীক্ষ্ণ মেধার যেমন প্রশংসা করতেন, তেমনই তার দুঃসাহসী চিন্তায় উদ্বিগ্ন হতেন। পিতা চেয়েছিলেন পুত্র আইনজীবি হােক। কিন্তু তার আশা পূর্ণ হলাে না। আইন ছেড়ে ভলত্যার ভিড়ে গেলেন সাহিত্যে। অল্প বয়সেই কবিতা লেখার অভ্যাস হয়েছিল, উপরন্তু ছিল বাকপটুতা। ফলে অভিজাত সাহিত্যানুরাগী মহলে প্রবেশ করতে অসুবিধা হলাে না। প্রশংসাও পেলেন সঙ্গে সঙ্গে।