সৈয়দ মনজুরুল ইসলাম একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং কলামলেখক। তিনি ১৮ জানুয়ারি ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে, ১৯৮১ সালে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে উইলিয়াম বাটলার ইয়েটস-এর কবিতা নিয়ে পিএইচডি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং সাহিত্য ও শিল্পকলায় বিশেষ প্রাজ্ঞ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে "স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প," "আধখানা মানুষ," এবং "নন্দনতত্ত্ব"। "প্রেম ও প্রার্থনার গল্প" বইটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল বই হিসেবে নির্বাচিত হয়। সাহিত্যে তাঁর সার্বিক অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৯৬) এবং একুশে পদক (২০১৮) লাভ করেন। |